ওমানে চলমান করোনা পরিস্থিতিতে দেশটির সুপ্রিম কমিটি বেশ কয়েকটি বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে।
ওমানের সকল প্রদেশের চলমান রাত্রিকালীন বাণিজ্যিক লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
এখন থেকে আর রাতে কোনো লকডাউন কার্যক্রম পরিচালিত হবে না।
দেশটির সকল ক্যাফে ও রেস্তোরাঁয় ৫০ শতাংশের উপরে গ্রাহকরা প্রবেশের অনুমতি পাবেন।
একই সাথে ১২ বছরের কম বয়সী শিশুরাও মলে প্রবেশের অনুমতি পাবে।
গতকাল বুধবার (২ জুন) এক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়, সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত মোতাবেক ওমানের সকল মসজিদ ৫ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে।
দেশটির ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদে একসাথে সর্বোচ্চ ১০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এ ছাড়াও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর ব্যাপারে কমিটি জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়াতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।
কমিটি আরো জানিয়েছে, এখন থেকে প্রদর্শনী, বিবাহ হল এবং অন্যান্য সম্মিলিত বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি পাবে। তবে অবশ্যই লোকসংখ্যা তিনশ’ জনের অধিক হওয়া যাবে না বলে জানিয়েছে কমিটি।