এসো রক্তজবা হয়ে

স্মরণিকা চৌধুরী | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

এসো একবার তুমি তোমারই রূপে রক্তজবা হয়ে

খুলে ফেলো সব অহংকার, অবিচার

রাক্ষুসে মন্ত্রে মানায় না তোমাকে,

চোখ মেলে দেখো একবার রাস্তার মোড়ে মোড়ে

কুপি বাতি জ্বালানো কৃষকের ঘরে ঘরে,

উঁকি দিয়ে একটিবার দেখে এসো জেলে পাড়া

কুমোর পাড়া কিংবা তিন চাকার খেটে খাওয়া

রিক্সাওয়ালার দিন শেষে হিসেব মেলানোর রাত্রিবেলা।

যেখানে তোমার নিত্য যাতায়াত নব্য ভাষায় সুগঠিত

সেখানের আশ্বাসে করো না নিজেকে বিক্রি

পড়ো নাকো সাতনরী হার, হইয়ো না সালংকারা।

তোমার বিজয়ে উড়ুক কেতন, হরিণীর জাগ্রত দৃষ্টি

জেগে উঠুক তোমার সত্তায়, তোমার স্পন্দনে।

বিপ্লবী হয়ে তুমি পথ দেখিয়ে নিয়ে চলো বিজয় মঞ্চে

যে মঞ্চের জন্য দিয়েছিলো ত্রিশ লক্ষ প্রাণ

দু লক্ষ বোনেরা হারিয়েছিলো তাদের অমূল্য সম্ভ্রম

সেই বিজয় মঞ্চ ফিরিয়ে দাও আবার

নরপিশাসের হাত থেকে

সমস্ত অপমানের প্রতিশোধ নিয়ে এসো তুমি

সতেজ রক্তজবা হয়ে নতুন উদ্যমে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা
পরবর্তী নিবন্ধফুলকলি