আনন্দ–উল্লাসের মধ্যদিয়ে ‘রি কলিং চট্টগ্রাম ২০২৩’ শিরোনামে এসএসসি–২০০০ ব্যাচের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। গত শুক্রবার নগরের কিং অব চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো স্মারক–সম্মাননা প্রদান, আলোচনা সভা, মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলথ ক্যাম্প। এতে প্রায় দেড় হাজার সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে সংগঠনের প্রায় দেড় হাজার সদস্য স্মৃতি রোমন্থন, খোশগল্প, আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে তাসসির তৌমুর স্বাগত বক্তব্য রাখেন। পরে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










