রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার সাথে আমাদের কৃষ্টি,সংস্কৃতি,ঐতিহ্য চর্চা করতে হবে। একই সাথে নীতি নৈতিকতা সমুন্নত রেখে ও মেধাবী প্রজন্ম গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়্যালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ও প্রভাষক রীপা মুহুরী ও আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,স্কুলের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, বেলাল উদ্দিন, মো. মনসুর, ডা. ইউসুফ, অধ্যাপক বিকিরন বড়ুয়া, মো. নাসির উদ্দিন মেম্বার, মো. ফারুক,মঈনুল আমিন আশিক, শিক্ষক মুহাম্মদ আবদু সালাম, গিয়াস উদ্দিন, তহিদুল আনোয়ার বাবুল, মো. সাইফুল ইসলাম, এমদাদ হোসেন বাবর, মো. জিয়া, মো. জামাল উদ্দিন প্রমুখ।











