রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ৩ জুন নগরীর পাথরঘাটাস্থ এমপির বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এবিএম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত পূজা পরিষদ নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক শ্যামল পালিত, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, মিথুন মল্ল্লিক, সুকান্ত মহাজন টুটুল, সাজু চৌধুরী, লিটন কুমার শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।