এমন পরাজয়ে চরম হতাশ মোমিনুল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

লক্ষ্য ৩৯৫। স্পিন নির্ভর উইকেট। বাংলাদেশ দলে স্পিনারের ছড়াছড়ি। সব মিলিয়ে বলতে গেলে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতেই ছিল। তার উপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোনো মাঠে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। কিন্তু ক্রিকেট বলে কথা। কেন ক্রিকেটকে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় সেটা প্রমাণিত হলো আরো একবার। বলতে গেলে প্রমাণ করে দিলেন একজন কাইল মায়ার্স। এমন ম্যাচে হারবে বাংলাদেশ সেটা টাইগার দলপতি মোমিনুল হক কখনো চিন্তু করেনি। যে কারনে তিনি হতাশ, বিস্মিতি এবং হতভম্ব। গতকাল ম্যাচ শেষে হতাশা ব্যক্ত করে মোমিনুল বলেণ দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রান টপকে যাবে বা টপকে যাওয়া সম্ভব ওয়েস্ট ইন্ডিজ সেটা চিন্তাও করিনি। অবিশ্বাস্য কিন্তু ক্রিকেট খেলায় অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। আশাও করিনি এরকম কিছু একটা হবে। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। পাশাপাশি ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে।
ম্যাচের পঞ্চম দিনে যেখানে বল সাপের মত বাক খাওয়ার কথা সেখানে বাংলাদেশের বোলাররা সেরকম কিছু করে দেখাতে পারেনি। বলতে গেলে বোলিং দিয়ে অতিথিদের চাপে ফেলতে পারেনি মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান কিংবা মোস্তাফিজুর রহমানরা। কেন এমন হলো ? এমন প্রশ্নের জবাবে মোমিনুল বলেন অনেকদিন পর টেস্ট খেলেছি তাই হয়তো। এছাড়া নির্ধারিত কোনো কারণ নেই। মোমিনুল বলেন আমাদের ফিল্ডিংয়েও ব্যর্থ হয়েছি আমরা। বেশ কিছু ক্যাচ ছেড়েছি। রিভিউ নেওয়ার সুযোগ হারিয়েছি। সবমিলিয়ে এই ম্যাচটা অবিশ্বাস্য মনে হচ্ছে মোমিনুলের কাছে। ম্যাচের এমন ফল তিনি কখনো কল্পনাও করেননি।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে মিস করেছেন মোমিনুল
পরবর্তী নিবন্ধফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প