নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে মাজার গেটের পাশের নালায় পড়ে এবার নিখোঁজ হয়েছেন সাদিয়া আকতার (১৮) নামের কলেজ পড়ুয়া এক তরুণী। গতকাল সোমবার রাত ১০টায় বাবা ও মামার সাথে হেঁটে যাওয়ার সময় হাত ফসকে নালায় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিখোঁজ তরুণীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ তরুণী সাদিয়া উত্তর হালিশহর মইন্যা পাড়া এলাকার মো. আলীর মেয়ে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ‘আমরা রাত সোয়া ১০টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নিই। আমাদের সাথে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম রয়েছে।’ তিনি বলেন, ‘আগ্রাবাদ হতে চৌমুহনীগামী সড়কের নীচ দিয়ে একটি নালা রয়েছে। এই নালা দিয়ে পুরো আগ্রাবাদ এলাকার পানি নিকাশ হয়। নালাটি অনেক পুরোনো। এটি পরিষ্কার করা হয় না। নালাতে জমে থাকা আবর্জনা জোয়ারের পানিতে উপচে উঠে। পানি চলে গেলে আবার আবর্জনাগুলো নালায় জমে থাকে। আবার নদীতে জোয়ার এলে এই নালায় জোয়ারের পানি আসে। তখন পানিতে স্রোত থাকে। আমরা আশংকা করছি, নালায় পড়ার পর তরুনী তলানীর পানির স্রোতে তলিয়ে গেছে। আমরা উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছি।’
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ‘ফায়ার সার্ভিসের লোকজন প্রশিক্ষিত হলেও তারা শুধু দায়িত্ব পালন করতে চান। কাজের কাজ করেন না। অথচ কোন যন্ত্রপাতি ছাড়াই সাধারণ লোকজন নেমে নালার আবর্জনা পরিষ্কার করছেন। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সামনের দিতে যেতে চাইছেন না।’
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মুরাদপুর মোড়ের নালাতে জলাবদ্ধতার পানির স্রোতে তলিয়ে যান ব্যবসায়ী ছালেহ আহমদ (৫০)। এখনো ছালেহ আহমদের লাশও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।