এবার ট্রাকের হাইড্রলিক বক্স থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৩:৫৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সের ভেতর থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ।
এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. রুবেল (২৬) ও আফতাব উদ্দিন (৩৪)।
এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটিও জব্দ করা হয়েছে। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ও পাচারকারীদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ডাম্পার ট্রাকযোগে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, এসআই অনুপম দাশ ও এএসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিকভাবে সড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
রাত একটার দিকে চট্টগ্রামমুখী একটি ডাম্পার ট্রাককে (নং ঢাকামেট্রো-ত ১৫-৭৮৬৪) সিগন্যাল দিলে গাড়ি থামানোর পর চালক ও হেলপার পালানোর চেষ্টা চালায়। এসময় তাদের আটক করে ডাম্পার ট্রাকে তল্লাশি শুরু করে পুলিশ।
তল্লাশির এক পর্যায়ে ট্রাকের হাইড্রলিক বক্সের ভেতর থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটককৃত চালক গাজীপুরের শ্রীপুর বরমী ইউনিয়নের বরকল মরল পাড়ার মৃত রমজান আলীর ছেলে মো. রুবেল ও একই এলাকার আবদুল মান্নানের ছেলে ডাম্পার ট্রাকের হেলপার আফতার উদ্দিনকে গ্রেপ্তার এবং ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ট্রাকচালক ও হেলপার মিলে হাইড্রলিক বক্সের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার করছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধকোরিয়ায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেল হলে চট্টগ্রামের চিত্র আমূল পাল্টে যাবে