এপিক হেলথ কেয়ারের ও ইন্ডিপেনডেন্ট এপারেলস সম্প্রতি স্বাস্থ্য সেবা চুক্তি সম্পন্ন। অনুষ্ঠানে ইন্ডিপেনডেন্ট এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা বিবেচনায় আমি আগে সেবা নিয়েছি এপিকের, এরপর স্বাস্থ্যসেবা চুক্তি করছি যেন মালিক ও শ্রমিকের সমান সেবা নিশ্চিত হয়। চুক্তি অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে স্বাক্ষর করেন ডাইরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন এজিএম অপারেশন্স ডা. ইমতিয়াজ উদ্দিন, কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ডের ইন–চার্জ জহির রায়হান, ইন্ডিপেনডেন্ট এপারেলস লিঃ এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মো. মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন ডা. পেয়ারু সুলতানা, সাজ্জাদ হোসাইন ম্যানেজার কমার্শিয়াল, সেলিম রেজা এইচ আর এডমিন, জেবুন্নাহার, ওয়েলফিয়ার অফিসার প্রমুখ। এ চুক্তির ফলে ইন্ডিপেনডেন্ট এপারেলসের কর্মকর্তা–কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবে। প্রেস বিজ্ঞপ্তি।