এনায়েত বাজারে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর গণসংযোগ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:০১ অপরাহ্ণ

নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়অরি) দুপুর ২টা থেকে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চু।
এ সময় জুবলী রোড ২নং গলি, গাউসিয়া ভান্ডারী লেইন, মাস্টার গলিতে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর ডোর টু ডোর গণসংযোগ করেন। তিনি সবার কাছে ঘুড়ি মার্কায় ভোট চান।
সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বজল আহমেদ, সাহাবুদ্দিন এবং দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানো সাব্বির চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরামপুরবাসীকে স্বচ্ছ ও স্মার্ট ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার আবদুস সবুর লিটনের
পরবর্তী নিবন্ধশিশুদের জন্য পর্যটন কেন্দ্র গড়ে তুলব: হাসান মুরাদ বিপ্লব