এদেশের মানুষের হুঁশ হবে কবে

মোহাম্মদ মনজুরুল আলম | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মার্কেট শপিং মল খুলেছে। গণ পরিবহণ অচিরেই চালু হবে। ধীরে ধীরে সব দুয়ার খুলে যাবে। সবাই জীবন জীবিকার কাছে নিজেকে সঁপে দিবে। বছরের বেশি সময়ের অভিজ্ঞতায় আমরা দেখেছি এ দেশের মানুষ স্বাস্থ্য নয় মোটেও। মানতে চায় না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক নেই। সামাজিক বা শারীরিক দূরত্বের বালাই নেই। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার ন্যূনতম সচেতনতা। অবস্থাদৃষ্টে মনে হয় সচেতনভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গায় অসচেতন। আমাদের চলাফেরা বেপরোয়া। করোনাভাইরাসকে আমরা মোটেই পাত্তা দিতে চাচ্ছি না।এখন ভারতের যে অবস্থা চলছে সেখানে পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতালে জায়গা নেই। মৃতদের সৎকারের জন্য দুই দিনের লম্বা লাইন। অক্সিজেনের জন্য হাহাকার। আমাদের প্রতিবেশী দেশের যখন এমন অবস্থা তারপরেও এদেশের মানুষের হুঁশ নেই। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন এদেশের অপরিণামদর্শী মানুষের জন্য কি পরিমাণ ভয়াবহ বিপর্যয় দুর্ভোগ অশান্তি তুলে রেখেছেন জানিনা।

পূর্ববর্তী নিবন্ধস্তব্ধ জীবন করোনায়
পরবর্তী নিবন্ধজামদানি নিয়ে আমার স্বপ্ন