এতিমখানার টাকা আত্মসাতের মামলায় গারাংগিয়ার এক মাদরাসা অধ্যক্ষ কারাগারে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:০৪ অপরাহ্ণ

সাতকানিয়ার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার তহবিল থেকে ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় গারাংগিয়া ইসলামীয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন।

মামলার বাদী আইনজীবী শেখ ইফতেখার সাইমুন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ৪ জানুয়ারি মাওলানা মোহাম্মদ নুরুল আলম ফারুকীসহ অপর একজন যোগসাজশে উক্ত ২০ লাখ টাকা আত্মসাত করেছেন।

এ ঘটনায় শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার পরিচালনা কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধমিতুর বাবার নারাজি পিটিশন গ্রহণ করেনি আদালত
পরবর্তী নিবন্ধচরণদ্বীপের সেই হেফজখানার প্রধান শিক্ষক দুই দিনের রিমান্ডে