একুশের ১৬ বছর পূর্তিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান

| রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন একুশের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে একুশের নবগঠিত কমিটির আয়োজনে চট্টগ্রাম হালিশহর বাদামতলি মোড়ে চট্টগ্রাম মডান স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলোয়াতের মাধ্যমে একুশের ১৬ বছর পূর্তি অনুষ্ঠান আরম্ভ হয়। হাফিজ আবু সাঈদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুছার সঞ্চালনায় একুশের (বিওডি) সচিব নাজমুল হাকিম ২০০৭ থেকে ২০২৩ একুশে সংগঠনের কর্মযজ্ঞের উপর আলোকপাত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল, হালিশহর এ ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরু উদ্দিন মিল্টন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রবিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন বিজয়, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফরহাদ উদ্দিন জিতু, যুবলীগ নেতা তুষার, রুবেল প্রমুখ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সভাপতি হাফিজ আবু সাঈদ। সর্বশেষ কেক কাটা ও ১৬ বছর পূর্তির ভোজন পরিবেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রামে গ্রামে গড়ে তুলতে হবে খামার
পরবর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলন