একটি স্বপ্নের মৃত্যুবার্ষিকী আজ!
একটি মনের মৃত্যুবার্ষিকী আজ!
আজ থেকে ঠিক দুই যুগ আগে;
ঠিক আজকের এই দিনে,
একটি মনের অপমৃত্যু হয়েছিলো!
একটি স্বপ্নের করুণ মৃত্যু ঘটেছিলো!
যার ভালোবাসার ফুল কলিতে ঝরে গিয়েছিলো!
ছোট্ট কোমল মনের; নির্মল
আবেগ–অনুভূতি বলি হয়েছিলো!
যদি তার ভালোবাসা, স্বপ্ন বেঁচে থাকলে;
হয়তো আজ দুই যুগ পূর্তি উৎসব হত।
মৃত্যুবার্ষিকীর বদলে প্রতিষ্ঠাবার্ষিকীর
আয়োজন চলতো!
সময় গড়িয়ে যায়; বয়ে যায় বেলা,
ঢেউগুলি ফিরে আসে না আর।
সময়ের গহ্বরে হারিয়ে গেছে আজ
তার চব্বিশতম শ্রাবণ!
অনিশ্চিত প্রতীক্ষায় কেটেছে প্রতিটি প্রহর।
ভালোবাসার দীনতায় তার ভালোবাসা
আর পেলো না কোনো চূড়ান্ত সাফল্য!