হাটহাজারী উপজেলার সামাজিক সংগঠন জাগৃতির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সম্প্রতি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার কোন উত্তরাধিকার নাই। একটি সুশিক্ষিত জাতিই উন্নত দেশ গড়তে পারে। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী, সোনিয়া নার্গিস লিপি। বক্তব্য রাখেন আনোয়ার কামাল, সোলায়মান চৌধুরী, সরোয়ার মোর্শেদ তালুকদার, ড. মোরশেদুল আলম, এইচ এম জাকির। প্রেস বিজ্ঞপ্তি।