একটি ভালো নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে

ফটিকছড়িতে শপথপাঠ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, একটি ভালো নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে। ফটিকছড়ি নিশ্চয় ভালো জায়গা। তাই এখানে একটি ভালো পৌরসভা নির্বাচন দেখেছে সবাই।

একটি উপজেলায় ২৪-২৫টি বিভাগের লোকজন কাজ করে। ভাল জনপ্রতিনিধি হলে সবাই মিলে ভাল কিছু অবশ্যই উপহার দিতে পারে।

তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ফটিকছড়ি পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন। এতে আরো উপস্তিত ছিলেন সহকারী বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

অনুষ্ঠানে ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেনসহ ১ নম্বর ওয়ার্ডে সাংবাদিক রফিকুল আলম, ২ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন আল রাকিব, ৩ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা এহসানুল করিম, ৮ নম্বর ওয়ার্ডে গোলাপ মওলা গোলাপ, ৯ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম কাউন্সিলর হিসেবে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা বেগম; ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম শপথ নেন।

পূর্ববর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর হাত ধরেই চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন