প্রধানমন্ত্রীর হাত ধরেই চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন

নাগরিক উদ্যোগের সভায় সুজন

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর হাত ধরেই চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক সভায় তিনি এ কথা বলেন।

এসময় সুজন বলেন, চট্টগ্রামের আজকের যে বিশাল উন্নয়ন তা প্রধানমন্ত্রীর হাত ধরেই সাধিত হয়েছে। না চাইতেই চট্টগ্রামবাসীকে অনেক কিছু দিয়েছেন তিনি। বিশাল অংকের প্রকল্পের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টানেল নির্মাণের মধ্য দিয়ে তিনি চট্টগ্রামবাসীর প্রতি ভালবাসার উদার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মূলত চট্টগ্রামের আগামী দিনের গুরুত্বকে মাথায় রেখে চট্টগ্রামকে সেভাবে তৈরি করছেন প্রধানমন্ত্রী। তবে চট্টগ্রামের এতো ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাঝেও কিছু অপূর্ণতাও রয়েছে বলে উল্লেখ করেন খোরশেদ আলম সুজন।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, শিশির কান্তি বল, শেখ মামুনুর রশীদ, সিরাজদৌল্লা নিপু, অনির্বাণ দাশ বাবু, সমীর মহাজন লিটন, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম লিটন, ফেরদৌস মাহমুদ আলমগীর, মহানগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, মো. ওয়াসিম, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, ফয়সাল ওয়াসি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি ভালো নির্বাচনের খবর জাতিকে আশান্বিত করে
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ৬শ ইয়াবাসহ গ্রেপ্তার ১