একটি বাংলাদেশ

শিরিন আফরোজ | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

একটি বাংলাদেশ! একটি স্বাধীন পতাকা!
একটি গর্বিত মানচিত্র পৃথিবীর বুকে,
প্রজন্মের পর প্রজন্ম জানবে স্বাধীনতার ইতিহাস!
সাক্ষী হয়ে রবে বইয়ের পাতা, বড়দের মুখের কথা।
দীর্ঘ নয় মাস যুদ্ধ!
অতঃপর বিজয়ের হাসিতে বাংলাদেশ।

সম্ভ্রম বাঁচাতে নারী করেছে কঠিন থেকে কঠিনতর কাজ,
মাটির নিচে গর্ত করে,
গাছের শিখর ধরে নদীর পানিতে ঝুলে
আরও কত…কত… করেছে নারী কষ্ট !
না হয় সুযোগ পেলে করে দেয় যদি
নারী জীবনের মহা অলংকার ইজ্জত নষ্ট ।
তবুও রক্ষা পায়নি শতশত নারী !
শহীদদের রক্তে ভিজেছিলো রাজপথ, মেঠোপথ ও জলপথ।
নয় মাস যুদ্ধ কেড়ে নিয়েছে অনেক প্রাণ,
কিন্তু দিয়ে গেল একটি দেশ!
একটি ভূখণ্ড! একটি পতাকা!
পৃথিবীর অস্থিত্ব যতদিন, বাংলাদেশও রবে ততদিন
শহীদদের অবদান রবে চির অম্লান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বাসে নিশ্বাস
পরবর্তী নিবন্ধতবুও নিয়ম