এক দিনে বাংলাদেশ রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেল। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে আবার। বিডিনিউজ
ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের শেষ দিন গত ১৪ জুলাই বাংলাদেশে মোট মৃত্যু পৌঁছেছিল ১৭ হাজারে। সেই তালিকায় আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লেগেছে মাত্র পাঁচ দিন। মাত্র ১৫ দিনে মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ১৮ হাজার ১২৫ জনের মৃত্যু হলো।
গত এক দিনে দেশে প্রায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১৩ হাজার ৩২১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।