আমাকে তুমি ছুঁয়ে দিলেই আমি মানুষ হয়ে উঠি!
এমন কবুতর জীবন, সারাটা প্রহর বাকুম বাকুম করে
তোমার চারপাশে ঘুরপাক করি! খুদ-কুটো খেয়ে খেয়ে
ভেসে যাই সমুদ্রের কূলের অবাঞ্চিত ফেনার মতো।
আমার বসত মাটি নেই। আমি আকাশেও যেতে পারি না,
মাটিতেও থাকতে পারি না। শূন্যতার মাঝামাঝি
তোমার জাদুর মৌচাকে তৈরী বসত ঘরে অহংকার বিনাশ করি।
সেকাল কি আর আছে? বন্ধুর বাড়ি যেতাম উড়ে উড়ে,
প্রাপকের বুকের ভিতর ঠোঁট মুছে
সুগন্ধী রুমাল বুকে নিয়ে ফিরে আসতাম ভালোবাসার ব্যালকনিতে!
মালিক, একবার আমাকে ছুঁয়ে দে, আমি মানুষ হতে চাই!
এক জীবনে মানুষ হয়ে বাঁচার বড় সাধ আমার!