এইচএসসি উত্তীর্ণ সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাফজয়ী ঋতুপর্ণা চাকমা। রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাইছড়ি গ্রামের মেয়ে ঋতুপর্ণা। বাবা নেই, মায়ের কষ্টের সংসারে তার বেড়ে ওঠা।

ঋতুপর্না চাকমা ছাড়াও এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করেছেন জাতীয় নারী ফুটবল দলের আরও দুজনসহ নারী ফুটবল ক্যাম্পের এক সদস্য। তারা হলেন রেহেনা, আঁখি খাতুন ও শামসুন্নাহার। চার ফুটবলারের মধ্যে ঋতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। রেহেনা খেলেন অনূর্ধ্ব২০ দলে। চার নারী ফুটবলারের মধ্যে শামসুন্নাহার ছাড়া বাকিরা পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। চারজনের মধ্যে ৪.৫৮ পয়েন্ট পেয়েছেন রেহেনা। ঋতুপর্ণা ও আঁখি পেয়েছেন ৪.৫০ আর শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮।

ঋতুপর্না চাকমা এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে। স্কুলের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান। তিনি বলেন, ঋতুপর্ণা এইচএসএসি পরীক্ষায় কৃতীত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের জন্য খুশির খবর, সে ভালো পাস করেছে।

নারী ফুটবলাররা বছরব্যাপী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের ক্যাম্পে থেকে অনুশীলন করেন। খেলা ও অনুশীলনের ফাঁকে তারা লেখাপড়া করেন। মাঠে তারা যেমন ভালো ফুটবল খেলেন, তেমন ভালো পড়াশুনাতেও। খেলার ব্যস্ততার মাঝে পরীক্ষা দিয়ে পাস করে নিজেদের মেধার পরিচয়ও দিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে খালের মুখে অকেজো
পরবর্তী নিবন্ধবাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক