১৫৯০ ফরাসি চিত্রশিল্পী সিমোঁ ভোউয়েত-এর জন্ম।
১৭৫৭ রবাট ক্লাইভ হুগলি অধিকার করেন।
১৮১৬ স্যার হামফ্রে ডেভি-র নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
১৮৪৮ জার্মান মহিলা জ্যোতির্বিদ ক্যারোলিন হারশেল-এর মৃত্যু।
১৮৫৯ মার্কিন নারী ভোটাধিকার নেত্রী ক্যারি ক্যাট-এর জন্ম।
১৮৭৩ ফরাসি সম্রাট নাপোলিওঁ বোনাপার্ত-এর মৃত্যু।
১৮৮৪ সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৯০ চেক সাংবাদিক, ঔপন্যাসিক ও নাট্যকার কারেল সাপেক-এর জন্ম।
১৯০৮ ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ার্-এর জন্ম।
১৯২২ নোবেলজয়ী (১৯৬৮) ভারতীয় জীববিজ্ঞানী হরগোবিন্দ খোরানা-র জন্ম।
১৯২৩ প্রথম ভাতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯২৩ ব্রিটিশ ছোটগল্প লেখিকা ক্যাথারিন ম্যান্সফিল্ড-এর মৃত্যু।
১৯৪৩ ইংরেজ দার্শনিক রচিন কলিংউড-এর মৃত্যু।
১৯৪৪ মৃৎশিল্পী গোপেশ্বর পাল-এর মৃত্যু।
১৯৪৫ ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড-এর মৃত্যু।
১৯৪৭ জার্মান সমাজতত্ত্ববিদ কার্ল মানহেইম-এর মৃত্যু।
১৯৭২ বীণকার ওস্তাদ দবির খাঁ-র মৃত্যু।
১৯৭৮ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতা হিরণকুমার স্যান্যাল-এর মৃুত্যু।
১৯৭৯ ইতালীয় স্থপতি ও প্রকৌশলী পিয়ের লুইজি নের্ভি-র মৃত্যু।
১৯৮২ মিশর ও ইজরাইল সিনাই থেকে ইজরাইলি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।
১৯৮৪ সংগীত-শিল্পী আঙুরবালা দেবীর মৃত্যু।
১৯৮৪ ভারতবিদ্যা বিশেষজ্ঞ জন ব্রাফ-এর মৃত্যু।
১৯৯৪ কমিউনিস্ট নেতা দেবেন শিকদারের মৃত্যু।