১৫১৪ ইতালীয় স্থপতি দোনাতো ব্রামান্তে–র মৃত্যু।
১৬৬১ ফরাসি চিত্রশিল্পী আতোয়াঁ কোয়পেল–এর মৃত্যু।
১৭৫৫ পার্কিনসন রোগের উদ্ভাবক জেমস পার্কিনসন্–এর জন্ম।
১৭৬৭ ফরাসি চিত্রশিল্প জাঁ বাতিস্ত্ ইসাবি–র জন্ম।
১৮৬১ আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৮৪ বিজ্ঞানী জাঁ বাতিস্ত আঁদ্রে দুমা–র মৃত্যু।
১৮৮৭ চিত্রশিল্পী যামিনী রায়ের জন্ম।
১৮৯৫ জার্মান বিজ্ঞানী জুলিয়াস লোটার মেয়ার–এর মৃত্যু।
১৮৯৯ ভারততত্ত্ববিদ মলিয়র উইলিয়াম্স্–এর মৃত্যু।
১৯০৪ খ্যাতনামা সংগীতশিল্পী ও অভিনেতা কুন্দনলাল সায়গলের মৃত্যু।
১৯০৮ খুলনার স্কুল ছাত্র বিপ্লবী ইন্দুভূষণ রায়ের নিক্ষেপ করা বোমায় চন্দননগরের মেয়র নিহত হন।
১৯১৯ আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ মুক্তি পায়।
১৯৪৮ ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডেরিখ বাউয়ার–এর মৃত্যু।
১৯৬৪ ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়ে সি পি আই (মার্কসবাদী) গঠিত হয়।
১৯৭০ মার্কিন ঔপন্যসিক জন হেনরি ও’হারার মৃত্যু।
১৯৭৭ ফরাসি কবি জা প্রেভের–এর মৃত্যু।
১৯৮৭ মার্কিন ঔপন্যাসিক এরস্কিন কডওয়েল–এর মৃত্যু।
১৯৯১ ৮৬ দিন পর উপসাগরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে।
১৯৯৩ ঢাকায় সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (সাপটা) স্বাক্ষরিত হয়।