৯৩৬ জার্মানির রাজা হেনরি দ্য ফাউলার-এর মৃত্যু।
১৭২৪ জার্মান কবি ফ্রিডরিখ ক্লপ্স্টক-এর জন্ম।
১৭৫৬ নবাব সিরাজউদদৌল্লা কলকাতার নাম দেন আলীনগর।
১৭৫৭ মুহাম্মদী বেগ-এর ছুরিকাঘাতে বাংলার নবাব সিরাজউদদৌল্লা নিহত হন।
১৭৭৮ ফরাসি দার্শনিক ও রাষ্ট্রতাত্ত্বিক জাঁ জাক রুশো-র মৃত্যু।
১৭৯৮ মার্কিন উদ্ভাবক জন ফিচ-এর মৃত্যু।
১৮৪৩ হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যার প্রবর্তক ডা. সামুয়েল হ্যানিম্যানের মৃত্যু।
১৮৬২ নোবেলজয়ী (১৯১৫) ইংরেজ পদার্থবিদ উইলিয়াম হেনরি ব্র্যাগ-এর জন্ম।
১৮৭৭ নোবেলজয়ী (১৯৪৬) সুইস ঔপন্যাসিক হেরমান হেস-এর জন্ম।
১৮৮১ মার্কিন যুক্তরাষ্ট্রের ২০তম রাষ্ট্রপতি জেমস আব্রাহাম গারফিল্ড নিহত হন।
১৯০৬ নোবেলজয়ী (১৯৬৭) পদার্থবিদ হানস্ আল্ব্রেখ্ট্ বেটে-এর জন্ম।
১৯২৫ কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী জননায়ক প্যাট্রিস লুমুম্বা-র জন্ম।
১৯২৬ ফরাসি মনস্তত্ত্ববিদ এমিল ক্যুয়ে-র মৃত্যু।
১৯২৯ নট ও নাট্যকার রসরাজ অমৃতলাল বসু-এর মৃত্যু।
১৯৩৭ আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ হন।
১৯৪৯ বুলগেরীয় কমিউনিস্ট নেতা ও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম তাত্ত্বিক জর্জি দিমিত্রফভ্-এর মৃত্যু।
১৯৬১ নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করেন।
১৯৬৪ মার্কিন রাষ্ট্রপতি জনসন নাগরিক অধিকার আইনে স্বাক্ষর দেন।
১৯৭২ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৬ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একীভূত হয় এবং ভিয়েতনাম সমাজবাদী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।