তানজানিয়ার জাতীয় দিবস
১২১ রোমক সম্রাট মারকুস অরেলিউস- এর জন্ম।
১৭৮৭ জার্মান কবি ও মনীষী ইয়োহান লুডভিগ্ উলান্ড-এর জন্ম।
১৭৯৮ ফরাসি চিত্রকর য়ুজেন দেলাক্রোয়া-র জন্ম।
১৮১২ জার্মান অস্ত্র নির্মাতা আলফ্রেড স্ক্রুপ-এর জন্ম।
১৮২৯ জার্মান শল্যচিকিৎসক ক্রিস্টিয়ান বিলরথ-এর জন্ম।
১৮৮৪ সংগীত কলাকার ওস্তাদ আয়েত আলী খাঁ-র জন্ম।
১৮৮৯ স্কটিশ তথ্য চিত্র প্রযোজন জন গ্রিয়ারসনের জন্ম।
১৮৮৯ অস্ট্রীয়-ব্রিটিশ দার্শনিক লুডভিস ভিটজেনস্টেইন-এর জন্ম।
১৮৯৪ লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদের জন্ম।
১৮৯৮ নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিসেন্তে আলেইসান্দ্রে-র জন্ম।
১৯১০ নোবেলজয়ী (১৯০৩) নরওয়েজীয় লেখক বিওর্নর্স্টান বিওর্নসনে-এর মৃত্যু।
১৯১৫ মিত্রশক্তি ও ইতালির মধ্যে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২০ গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু।
১৯৩১ মার্কিন দার্শনিক জজ হার্বাট মিড-এর মৃত্যু।
১৯৩৭ স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।
১৯৪০ রসায়নে নোবেলজয়ী (১৯৩১) জার্মান বিজ্ঞানী কার্ল বশ-এর মৃত্যু।
১৯৫১ শিক্ষাব্রতী ও নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসুর মৃত্যু।
১৯৫২ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
১৯৬১ ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহ ব্যর্থ হয়।
১৯৬২ প্রথম অ্যাংলো-মার্কিন উপগ্রহ ‘এরিয়েল’ মাহাকাশে উৎক্ষেপণ করা হয়।
১৯৬৪ কানাডীয় কবি এডউইন প্র্যাট-এর মৃত্যু।
১৯৬৪ টাঙ্গানিকা ও জাঞ্জিবার একীভূত হয়ে সংযুক্ত প্রজাতন্ত্র (তানজাতিয়া) গঠিত হয়।
১৯৬৮ সাংবাদিক ও দেশব্রতী শরচ্চন্দ্র পণ্ডিত (দাদা ঠাকুর) প্রয়াত হন।
১৯৮৬ সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রে বিপজ্জনক দুর্ঘটনা ঘটলে ব্যাপক তেজস্ক্রিয়া ঘটে। দুই সহস্রাধিক নিহত হয়।
১৯৯১ মাদকাসক্তির অভিযোগে বিশ্বনন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।
১৯৯৪ তিন শতকের বর্ণবৈষম্য ভেঙে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।