১৫৮৬ কবি, সৈনিক ও সভাসদ স্যার ফিলিপ সিডনি-র মৃত্যু।
১৬০৫ মোগল সম্রাট আকবর আগ্রায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৭৫৭ ফরাসি বিজ্ঞানী র্যনে আঁতোয়ান ফ্যাশো দ্য রেঅম্যুর-এর মৃত্যু।
১৭৬০ ফরাসি সমাজতাত্ত্বিক ও কল্পসমাজতন্ত্রী সাঁ সিমোঁ-র জন্ম।
১৭৭৪ মরমিয়া সাধক লালন শাহের জন্ম।
১৭৯৭ ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পো ফের্মিও চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮১৭ মুসলমানদের আধুনিক শিক্ষার অগ্রদূত স্যার সৈয়দ আহমদের জন্ম।
১৮৩৬ ইংরেজ নাট্যকার জর্জ কোলম্যান-এর মৃত্যু।
১৮৪৬ সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৪৯ পোলিশ-ফরাসি সুরশিল্পী ফ্রেডেরিক ফ্রাসোঁয়া কাপ্যাঁ-র জীবনাবসান।
১৮৮৫ ডেনিশ ঔপন্যাসিক কারেন ব্লিক্সেন-এর জন্ম।
১৮৮৭ জার্মান পদার্থবিদ গুস্তাফ রবার্ট কিরহর্ফ-এর মৃত্যু।
১৮৮৯ রুশ সাহিত্যসমালোচক ও ঔপন্যাসিক নিকোলাই চেরনিশেভস্কি-র মৃত্যু।
১৮৮৯ বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৮৯০ বাংলা সচিত্র মাসিক পত্রিকা ‘চিত্রদর্শন’ প্রকাশিত হয়।
১৮৯০ মরমিয়া সাধক লালন শাহের মৃত্যু।
১৯০৩ মার্কিন লেখক ন্যাথানিয়েল ওয়েস্ট-এর জন্ম।
১৯০৫ বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৯১৪ গ্রিস ও এশিয়া মাইনরে প্রচণ্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি।
১৯১৫ মার্কিন নাট্যকার আর্থার মিলার-এর জন্ম।
১৯১৯ ব্রিটিশ রাজ কর্তৃক তুরস্ক সাম্রাজ্যকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভারতে খিলাফৎ দিবস উদ্যাপিত হয়।
১৯২০ প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩৪ নোবেলজয়ী (১৯০৬) স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়োগো রামন হাই কাজাল-এর মৃত্যু।
১৯৩৭ মুসিলম লীগ পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে।
১৯৩৮ জার্মান মধ্যপন্থী মার্কসবাদী নেতা কার্ল কাউটস্কি-র মৃত্যু।
১৯৪০ মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
১৯৫৪ সাংবাদিক-সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদারের মৃত্যু।
১৯৮১ বাংলা সাহিত্যে সুপণ্ডিত বেলজীয় পাদ্রি ফাদার আঁতোয়ান-র মৃত্যু।
১৯৮৭ কমনওয়েলথ থেকে ফিজিকে বহিষ্কার করা হয়।
১৯৮৯ কুয়ালালামপুরে কমনওয়েলথ দেশগুলোর শীর্ষ সম্মেলন শুরু হয়।
১৯৯৬ গুয়েতেমালার ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ৮৩ জনের মর্মান্তিক মৃত্যু।