জাম্বিয়ার জাতীয় দিবস
১৪৫৫ ইতালীয় চিত্রশিল্পী ফ্রা অ্যাঞ্জেলিকো–র মৃত্যু।
১৫৫৯ ফরাসি পণ্ডিত ও ধর্মতাত্ত্বিক ইজাক কাজোবঁ–র জন্ম।
১৪৮৬ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেবের জন্ম।
১৫৪৬ প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথার–এর মৃত্যু।
১৫৬৪ কালজয়ী ইতালীয় চিত্রশিল্পী, স্থপতি, ভাস্কর ও কবি মাকেলাঞ্জেলোর মৃত্যু।
১৭৪৫ ইতালীয় পদার্থবিদ আলাস্সান্দ্রো ভোলতা–র জন্ম।
১৮৩০ প্রাচ্যবিদ ও ব্যাকরণবিদ ন্যাথানিয়েন ব্যাসি হ্যালহেডের মৃত্যু।
১৮৩৬ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)-এর মৃত্যু।
১৮৩৮ অষ্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ আর্নস্ট মাখ–এর জন্ম।
১৮৫৯ রুশ–মার্কিন লেখক শোলোম আলেইখেম–এর জন্ম।
১৮৬১ প্রথম ইতালীয় পার্লামেন্ট অধিবেশনে বসে।
১৮৮৩ গ্রিক ঔপন্যাসিক ও কবি নিকোস্ কাজানৎজাকিস–এর জন্ম।
১৮৯৬ ফরাসি পরাবাস্তবতাবাদী লেখক আঁদ্রে ব্রেতোঁ–র জন্ম।
১৯১১ ফরাসি বৈমানিক এম. পেকেট সর্বপ্রথম বিমান ডাক চালান।
১৯১৭ ফরাসি চিত্রশিল্পী কারলুস ডুরাঁ–র মৃত্যু।
১৯৩২ চেক চলচ্চিত্রকার মিলোস ফোরম্যান–এর জন্ম।
১৯৩৭ গবেষক ও বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান–এর জন্ম।
১৯৬৫ জাম্বিয়া কমনওয়েল্থেভুক্ত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯৬৭ মার্কিন পদার্থবিদ রবার্ট ওপেনহাইমার–এর মৃত্যু।
১৯৬৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৪ মুক্তিসংগ্রামী, চারণ কবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৯৩ হাইতিতে ফেরি ডুবে দুই হাজার লোকের প্রাণহানি।
১৯৯৭ বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা যাত্রী বহন শুরু করে।
১৯২৫ আইনজীবী ও রাজনীতিক সৈয়দ নজরুল ইসলামের জন্ম।
১৮৯২ বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেলের মৃত্যু।
২০০৯ সুদানের শ্রেষ্ঠ কথাসাহিত্যিক চায়ের সালেহর মৃত্যু।