দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। হালদা থেকে এ পর্যন্ত ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের হালদা নদীর আকবরীয়া এলাকায় থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয়রা মৃত অবস্থায় ডলফিনটি নদীতে ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করার পর ডলফিনের দেহটি পঁচে যাওয়ায় উত্তর মার্দাশা রামদাস মুন্সিরহাট এলাকায় মাটিচাপা দেয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা থেকে এ পর্যন্ত ৩৩টি ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ডলফিনের দেহটি পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, ডলফিনটি নদী থেকে উদ্ধার করে উত্তর মার্দাশা রামদাস মুন্সিরহাট এলাকায় আমি এবং নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের উপস্থিতিতে মাটিচাপা দেয়া হয়।