নগরীর চন্দনপুরা নিবাসী সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট (ইপিসিএস), বিশিষ্ট সমাজসেবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদ মরহুম এ.এইচ.এম আব্দুল বাকীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তান ইউনানী ও আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকারি কর্মকর্তা হিসেবে তিনি চট্টগ্রাম, হাটহাজারী, পটিয়া, মহেশখালী, বরিশাল, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে কর্তব্যরত ছিলেন। এতোদপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত, কোরানখানির আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।