বিভিন্ন উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

নানা উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন উপজেলায় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, যোগ্য নাগরিকদের অবশ্যই ভোটার হাওয়া প্রয়োজন। এতে করে ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেন।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, ‘ভোটার হন নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সিনিয়র জেলা নির্বাচন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বেলুন ও পয়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ। আলোচনা সভা শেষে স্মর্ট কার্ড বিতরণ করা হয়।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপ্রাদ্যে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র‌্যালি অনুষ্টিত হয়। আনোয়ারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালির নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভোটাররা।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মার্টকার্ড বিতরণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক মাসুদ নাসির প্রমুখ।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে’প্রতিপাদ্যে ফটিকছড়িতে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে র‌্যালি শেষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার হাসানুল কবির, উপজেলা কৃষি অফিসার হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রনবেশ মহাজন, ফায়ার সার্ভিস অফিসার ডলার ত্রিপুরা, সমাজ সেবা অফিসার রনজিত, একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন, রিচার্স ইন্সট্রাক্টর হোসাইন মোহাম্মদ এমরান, শিক্ষিকা শিলা নন্দী, সাংবাদিক রফিকুল আলম।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামল নাথ, প্রবাসী সাহাবউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএ এইচ এম আব্দুল বাকীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদুই দিনের সাইন্টিফিক কনফারেন্স আজ শুরু