নজীর ভাণ্ডার দরবার জেয়ারত শেষে ২৮নং পাঠানটুলী নাগরিক কমিটি মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবদুল কাদের ব্যাডমিন্টন প্রতীকে গণসংযোগ করেছেন।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধো শেখ মো. জাহেদ, মুন্সি মিয়া প্রদীপ, লেয়াকত আলী সরদার, হাসমত আলী, মো. আলী, মঈনউদ্দীন হাসান মহিন, জালাল ভূইয়া আসিফ, সোলোমান মিয়া, মো. ইকবাল হোসেন, মো. ইব্রাহীম, আবদুল আলী, মো. হারুনুর রশিদ, রায়হনুল হক মুন্সি, শহিদুল ইসলাম সাইফুল, মো. হোসেন মনা, মো. আলমগীর, আলাউদ্দিন অভি, ইমতিয়াজ ইমু, কুতুব উদ্দিন অভি, ইব্রাহিম মিয়া সজল, গাজী জিদান।
কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদের এলাকাবাসীর উদ্দেশে বলেন, “এলাকায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যাডমিন্টন মার্কায় আবারো ভোট দিন। আমি আপনাদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করব। গত ৫ বছরে এলাকার প্রতিটি অলি-গলিতে কাজ করেছি। সবসময় আপনাদের পাশে ছিলাম। আবার নির্বাচিত হলে অতীতের মতো সবসময় পাশে থাকব।”