উদ্ধারকৃত জায়গা হাসপাতাল নির্মাণে বরাদ্দের অনুরোধ

সিডিএ চেয়ারম্যানের সাথে মতবিনিময়ে সুজন

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

নগরীর অতি গুরুত্বপূর্ণ বন্দরপতেঙ্গা এলাকায় একটি মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল নির্মাণে সম্প্রতি সিডিএ কর্তৃক উচ্ছেদকৃত জায়গা বরাদ্দের জন্য সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের নিকট অনুরোধ জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার সিডিএর কনফারেন্স রুমে নগরীর একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করতে গিয়ে এই অনুরোধ জানান তিনি।

 

মতবিনিময়ের প্রথমেই সুজন চট্টগ্রামের বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নের জন্য সিডিএ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। বিশেষ করে আউটার সিটি রিং রোড, জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং এলিভেটেড এঙপ্রেসওয়ের মতো মেগাপ্রকল্পগুলো চট্টগ্রামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণের মধ্য দিয়ে সিডিএ নগরীর যানজট নিরসনে অবদান রেখেছে যা প্রশংসনীয়।

তবে এসব মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সিডিএ চেয়ারম্যানের সাথে খোলামেলা আলাপ করেন সুজন। তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বন্দরপতেঙ্গা এলাকায় লাখো অধিবাসীর জন্য নেই কোনো মাতৃসদন কিংবা জেনারেল হাসপাতাল।

একটি হাসপাতালের অভাবে এ এলাকার মানুষের দুঃখ দুর্দশা চরমে। অথচ বিশাল এ এলাকাটি আগামীতে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকাতে পরিণত হবে নিঃসন্দেহে। সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ অত্যন্ত আন্তরিকতার সাথে নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি উদ্ধারকৃত জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার না করে হাসপাতাল নির্মাণে বরাদ্দ প্রদানে প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, উপ প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ইসা আনসারী, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব মো. হোসেন, সাহেদ বশর, মনিরুল হক মুন্না প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইডার ইন্টারন্যাশনাল স্কুলে টেডএক্স ইয়ুথ সম্মেলন
পরবর্তী নিবন্ধনগরীর প্রতিষ্ঠান ও যানবাহনের নামফলক ২১ ফেব্রুয়ারির মধ্যে বাংলায় করার দাবি