সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে টেডএক্স ইয়ুথ সম্মেলন

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো টেডএক্স ইয়ুথ সম্মেলন। উল্লেখ্য, ঢাকার বাইরে চট্টগ্রাম শহরে এটিই প্রথম টেডএক্স কর্তৃপক্ষের অনুমোদিত সম্মেলন। এ আয়োজনে অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বারকোডের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক, আইনজীবী মিস রাজিয়া সুলতানা ও টেক একাডেমির প্রতিষ্ঠাতা শামস জাবের, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, এডাব্লিউএ স্বর্ণপদক বিজয়ী।

এসময় স্কুলের চেয়ারম্যান নাদের খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডা. রবিউল হোসেন, পরিচালক শামসুল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন। পুরো আয়োজনটি পরিচালনা করেন টেডএঙ দলের সদস্য এলেক্সসেস সেরাও। আয়োজক মিস নীতি ত্রিপাঠী। সম্মেলনের তত্ত্বাবধায়ক ছিলেন স্কুলের অধ্যক্ষ জ্ঞানেশচন্দ্র ত্রিপাঠী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধউদ্ধারকৃত জায়গা হাসপাতাল নির্মাণে বরাদ্দের অনুরোধ