উখিয়ায় লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

আওয়ামী লীগ নেতার ইয়াবা বাণিজ্য

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

উখিয়ায় ইয়াবা বাণিজ্যের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও পালংখালী ইউনিয়নের ফারিয়ারবিল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন জাবু (৪৫) এবং তার ব্যবসায়ীক অংশীদার সালেহ আহমদ প্রকাশ রশিদ বলি (৩২) গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রশিদ বলি ইয়াবা মামলায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছেন।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেন জাবুসহ ৫-৬ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। মূলত ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ। সোমবার রাতে পুরনো লেনদেন নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় জাবুর নেতৃত্বে একটি গ্রুপ রশিদ বলির ওপর অতর্কিত হামলা চালালে তিনি পাশের একটি কক্ষে আশ্রয় নেন। পরে ফের দ্বিতীয় দফা হামলা চালানো হয়। তবে লোকজনের হুড়োহুড়ি ও ভয়ে রশিদ বলিকে রক্ষার্থে কেউ এগিয়ে যায়নি।
খবর পেয়ে পালংখালী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক রশিদ বলিকে উদ্ধার করে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ওয়ার্ড মেম্বার। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কঙবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের ঘটনার সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
পালংখালী ইউপি আওয়ামী লীগ সভাপতি এম এ মনজুর বলেন, আওয়ামী লীগের পরিচয়ে কিছু মাদক ব্যবসায়ী দেশের অর্জন ম্লান করে দিচ্ছে। ওই মাদক ব্যবসায়ীদের দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। স্থানীয়দের বরাত দিয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ইয়াবার টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আহত রশিদ বলি বর্তমানে কঙবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর প্রধানকে বদলি