চট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১৩৫

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নগরীর ও ২ জন জেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, করোনায় গত মে মাসে মারা গেছে ৯৪ জন। এ সময় সবচেয়ে বেশি ৮ জন মারা যান ৮ মে। মৃত্যুশূন্য ছিল দুই দিন, একজন করে মারা যান পাঁচদিন। গত এপ্রিল মাসে তিনদিন মৃত্যুশূন্য দিন ছিল। পূরো মাসে ১৩৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬২২ জনের মৃত্যু হয়। এর মধ্যে নগরীর ৪৪৫ জন ও জেলার ১৭৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮৭৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫০৫ জনে। এর মধ্যে নগরীর ৪২ হাজার ৬০৬ জন ও জেলার ১০ হাজার ৮৯৯ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত মোট ৪ লাখ ৬২ হাজার ৯০২ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয় ৫৩ হাজার ৫০৫ জনের। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬২ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৫ জন নগরীর ও জেলার ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ৩২০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২১ জন ও জেলার ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১২৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৪ জন ও জেলার ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৪৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে একজনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। শেভরণে ১৩৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২৪ জন ও জেলার ১ জনের করোনা পজিটিভ হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ৩২ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৬ জন ও জেলার ৭ জনের করোনা পজিটিভ হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ৫ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জনের করোনা পজিটিভ হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধউখিয়ায় লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪