আজ সোমবার (১১ অক্টোবর) ভোরবেলায় ১৪ এপিবিএন পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দেশীয় অস্ত্র সহ ৬ জন ও পুলিশ এসল্ট মামলার একজন আসামীকে আটক করেছে।
ভোররাত সাড়ে ৩টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন ক্যাম্প নং৩-এর ব্লক নং জি-৯ পানির ট্যাংকের পূর্ব পাশে তারা অবস্থান করছিল।
১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, “সোমবার ভোররাত তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ক্যাম্প নং ৩-এর ব্লক নং জি-৯ পানির ট্যাংকের পূর্ব পাশে অস্ত্রশস্ত্র সহ ২৫/৩০ জন লোক ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। উক্ত সংবাদ পেয়ে মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শরিফুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার)-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ও জেলা পুলিশ সহ যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ক্যাম্প নং-৩, ব্লক নং ডিড/২২-এর মৃত নূর হোসেনের ছেলে ইউনুছ(৪০), ক্যাম্প নং ১৭, ব্লক নংএইচ/১০২ এর মো. হোসেনের ছেলে মো. তাহের(২৭), ক্যাম্প নং ৫, ব্লক-ডি, সাব ব্লক নংজি/৫২ এর মৃত আমির হোসেনের ছেলে কানফুডুক(২৮), ক্যাম্প নং ১ (ইস্ট,) ব্লক নং ডি ৫-এর নুর কবিরের ছেলে মো. রফিক(৩০), ক্যাম্প নং ৬ ব্লক নং বি-১০ এর মৃত ফজলুল করিমের ছেলে আমির হোসাইন(৫৪), ক্যাম্প নং-৭, ব্লক নং ডি-৩ এর মৃত সুলতান আহমদের ছেলে মো. জাফর আলম(৩২) এবং পুলিশ এসল্ট মামলায় জড়িত থাকার কারণে আব্দুস শুকুর নামে একজনকে আটক করে।”
এ সময় উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে এসআই আহসান হাবিব তাদের হেফাজত হতে ১টি রামদা, ৪টি দা ও ১টি ছোরা
জব্দ করে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে পলাতক তাদের আরো ১৭ জন সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে।
আসামীরা সঙ্গবদ্ধ কথিত বিভিন্ন দুর্বৃত্ত গ্রুপের সদস্য। তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় লোকজনকে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামীরা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে জানায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুরছড়া পুলিশ ক্যাম্পের এসআই আহসান হাবিব বাদী হয়ে উখিয়া থানায় মামলা রুজু করেন বলেও জানান এসপি মো. নাইমুল হক।