উখিয়ায় খেলার মাঠ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

উখিয়ায় খেলার মাঠ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী অফিসার রোহিঙ্গাদের আটক করে উখিয়া থানায় সোপর্দ করেন। এসময় স্থানীয় খেলোয়াড়দের তাড়িয়ে রোহিঙ্গা কিশোর যুবকরা খেলার মাঠের দখলে নিয়ে ফুটবল খেলছিল।

 

জানা গেছে, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান সজিব ৫০ জনের বেশি আটক রোহিঙ্গাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত রোহিঙ্গারা উখিয়ার বালুখালী১১ নাম্বার ক্যাম্পের বলে জানা গেছে। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলা সদরের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলে নিয়ে শতাধিক রোহিঙ্গা ফুটবল খেলছে মর্মে স্থানীয় খেলোয়াড়েরা জানান। রোহিঙ্গাদের কারণে তারা খেলতে পারছেন না বলে জানালে মাঠে গিয়ে খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তারা রোহিঙ্গা বলে পরিচয় দেন। বড় পরিসরে খেলার জন্য তারা ক্যাম্প থেকে উখিয়া কেন্দ্রীয় মাঠে খেলতে আসে বলে জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান সজিব জানান, আমি নিজে ঘটনাস্থলে এসে রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে কীভাবে বের হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কিছু রোহিঙ্গা আমাদের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ছাত্রলীগের সাইকেল র‌্যালি
পরবর্তী নিবন্ধহালদায় এস্কেভেটর জব্দ, জরিমানা