‘আকাশে ঐ চাঁদ উঠেছে ঈদের খুশি নিয়ে সকল ব্যবধান ঘুচে যাবে ভালোবাসা দিয়ে খোলো খোলো মুমিনেরা খোলো আজ দুয়ার বছর ঘুরে পৃথিবীতে ঈদ আলো আবার। প্রতিটি মুসলিম উম্মাহর কাছে ঈদুল ফিতর এসেছে উৎসবের বারতা নিয়ে। রহমত, মাগফেরাত, নাজাতে এর মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনা শেষে উপবাস ভাঙার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্যই ঈদের আগমন। রোজার একটি মাস কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এ সব রিপুর চর্চা থেকে নিজেদের বিরত রাখার সাধনা করেছে মুসলিম সম্প্রদায়। তাই তো ঈদে মনের আঙিনায় খুশির সুবাসিত শতদল দোলে, উচ্ছ্বাসিত হয় দেহ মন, সুস্বাদু খাবারের আয়োজনের ধুম পড়ে যায় রসনালয়ে। নতুন চাঁদের আলোয় যেন পূর্ণ হয় ধরা। হাসিমুখে সবাই নতুন পোষাকে ঈদগাহে যায়। ছোট বড়, ধনী গরীব বুকে বুক মিলিয়ে হিংসাকে ভুলে, রাগ অভিমানকে ভুলে আপন করে নেয় এক অপরকে পরম মমতায়, হৃদয়ের গভীরতায়। সবাই যেন একই মোহনায় মিশে যায় হৃদয়ের বন্ধনে। মন বলে– ‘আনন্দ যেন বেড়েছে দিগুন বিষাদময় দিনগুলো ভুলিয়ে দিতে সব সবার মাঝে ঈদ দিলেন আমাদের প্রিয় রব। আমরা যেন বিধাতার এই অনন্য উপহারকে মনে ধারন করে সবাই যেন নিজের আত্নাকে পরিশুদ্ধ করতে পারি এটাই এবারের ঈদে সতত কামনা।