বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী বুলা আহম্মেদ মারা গেছেন। এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুলা আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুলা আহম্মেদের বয়স হয়েছিল ৭০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
বুলা আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বিডিনিউজের।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শোক প্রকাশ করে এক বাণীতে বলা হয়, মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা এই নারীনেত্রী প্রগতিশীল আন্দোলনের নেত্রী হিসেবে ১৯৬৯ গণআন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমাজ গঠনমূলক কর্মকাণ্ডেও অবদান রাখেন।