ইরাকে শ্রীলঙ্কার দৃশ্য ফেরাল বিক্ষোভকারীরা

সহিংসতার মধ্যে ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান

| বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা গত সোমবার বাগদাদের গ্রিন জোনের কড়া নিরাপত্তা ব্যবস্থা টপকে মধ্যপ্রাচ্যের দেশটির ক্ষমতাকেন্দ্র রিপাবলিকান প্রাসাদে হানা দেয়, যেমনটি সপ্তাহ কয়েক আগে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায়ও দেখা গেছে। খবর বিডিনিউজের।
শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের মতো এদিন ইরাকের বিক্ষোভকারীরাও প্রেসিডেন্ট প্রাসাদে জোর করে ঢুকে পড়ে; প্রাসাদের সুইমিংপুলে নেমে তাদের গা-জুড়ানোর ছবি, ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে জানায় হিন্দুস্তান টাইমস। সোমবার ইরাকে সহিংসতায় জনাবিশেক মানুষের মৃত্যুর খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে না পারার কিছুক্ষণের মধ্যেই কারফিউ জারি হয়। সহিংস সংঘর্ষে প্রাণহানির পর ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর তার সমর্থকদেরকে রাজধানী বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভ শেষ করার আহ্বান জানিয়েছেন। সংঘর্ষে অন্তত ২২ জনের প্রাণহানির জন্য ক্ষমা চেয়ে গতকাল সদর এ আহ্বান জানান। টিভিতে সম্প্রচারিত বক্তব্যে আল-সদর বলেন, এটি কোনও বিপ্লব নয়। কারণ, এতে শান্তিপূর্ণ বৈশিষ্ট্য বজায় নেই। ইরাকে রক্তক্ষয় নিষিদ্ধ। সোমবার রাতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই প্রত্যক্ষ করেছে ইরাকের রাজধানী। এদিকে বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করেছে ইরান। বন্ধ করা হয়েছে ফ্লাইটও। ইরানি নাগরিকদের ইরাকে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরাকের কারবালায় হজরত ইমাম হুসাইন আ. এর শাহাদাতের চেহলাম বা আরবাইন বার্ষিকী পালন করতে প্রতিবছর লাখো ইরানি সেখানে ভ্রমণে যায়। এবার এই বার্ষিকী অনুষ্ঠিত হবে ১৬-১৭ সেপ্টেম্বরে। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, ইরাকে যাওয়ার সব ফ্লাইট ইরান বন্ধ করেছে। দেশটিতে চলমান অস্থিরতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে ইরান : ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আধুনিকায়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির খোঁজখবর রাখা জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাতাঞ্জের ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে (এফইপি) সম্প্রতি স্থাপিত আর-৬ সেন্ট্রিফিউজের তিনটি ক্যাসকেড বা ক্লাস্টারের প্রথমটি সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলা সর্বসাম্প্রতিক ইরানি স্থাপনা এটি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসপ্তাহে একদিন নিজ দায়িত্বে ফুটপাত পরিষ্কার করবে ওরা