চলচ্চিত্রের দুই তারকা হিরো ইমন ও হিরোইন বুবলী। বেশ কিছু চলচ্চিত্রের মধ্য দিয়ে দুজনেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রযোজক ও পরিচালকদের আস্থা অর্জন করে নিয়েছেন। কাজ করে যাচ্ছেন তারা নিয়মিতই। তবে ইমন ও বুবলীকে একে অন্যের বিপরীতে কাজ করতে দেখা যায়নি। ‘পাসওয়ার্ড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও সেখানে বুবলীর নায়ক ছিলেন শাকিব খান।
ইমন-বুবলী এক হয়ে কাজ করার সুযোগ পেলেন একটি বিজ্ঞাপনে। ‘মুক্তা পানি’র এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রবিন খান। শিগগিরই এটি দেশের সকল প্রচার মাধ্যমে সমপ্রচার হবে। গতকাল ২৭ জুন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে। সেই প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজ্ঞাপনটির দুই শিল্পী ইমন ও বুবলী। নিশ্চিত করেছেন পরিচালক রবিন খান। তার দাবি, বিগ বাজেটে বিশাল পরিসরের কাজ ছিলো এটি। এশিয়ার মধ্যে সেরা হবে এমন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। সেখানেই দেখা মিলবে ইমন-বুবলীর।