রোজাদার ও তুলনামূলক কম স্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করছে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিচালিত দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন। দুর্যোগে মানুষের পাশে থেকে কল্যাণ ও সেবামূলক কাজের জন্য গঠিত পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের অস্বচ্ছল পরিবারে ইফতার ও সেহেরীর সামগ্রী বিতরণের ধারাবাহিকতা এবারও ধরে রাখা হয়েছে। এবার মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এলাকায় এলাকায় গিয়ে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের আয়োজন করতে না পারলেও বাসার সামনে থেকে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ করছি। লকডাউনের কারণে মানুষের আয় উপার্জনে ব্যাপক প্রভাব পড়েছে। এ অবস্থায় রোজাদারদের অনেকের ক্ষেত্রে পরিবারের জন্য ইফতার ও সেহেরীর খাবার যোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এমন সংকটে অবস্থা সম্পন্ন ব্যক্তিদের যথাসাধ্য সহায়তা দিয়ে মানুষের পাশে থাকতে হবে। তিনি বলেন, আমরা যদি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি, নিয়ন্ত্রিত ও সংযমী জীবনাচারে অভ্যস্ত হতে পারি, অপ্রয়োজনে যত্রতত্র ঘোরাফেরা না করি তবে করোনা নিয়ন্ত্রণে এটাই হবে অনেক বেশী কার্যকর। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শামশেদ খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।