ক্লেমন ইন্ডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিনিধি সাউদার্ন ইউনিভার্সিটি। গতকাল ঢাকার মিরপুরে শের ই বাংলা জাতীয় ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি (১৮১/৪/৭) ৯৫ রানের বিশাল ব্যবধানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। সাউদার্ন এর সাদিক, রতন, সৈকত চল্লিশোর্ধ রান করেন, অধিনায়ক রিপনের সংগ্রহ ৩৪। ম্যাচসেরা বিজয়ী দলের রতন দাশ।