ইডিইউতে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর এডমিশন ফেয়ার

| রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

নিজের ও বোনের মেয়েকে সঙ্গে নিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) এসেছিলেন চট্টগ্রামের এক ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা ফারহানা হোসেইন। ক্যাম্পাসে এসেই দেখা হয়ে যায় কিছুটা দূরসম্পর্কের এক আত্মীয়র সঙ্গে। দীর্ঘদিন দেখা না হওয়ার আক্ষেপ ঘুচে গেল যেন। আর, এই সবই ঘটেছে গতকাল শনিবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এডমিশন ফেয়ারে। সামার ২০২২ সেমিস্টারে ভর্তিচ্ছুদের সুবিধার্থে প্রতিবারের মতো এই ফেয়ারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী ভর্তি মেলায় বিশেষ ছাড়ে স্পট এডমিশনের সুযোগ তো থাকেই, এর পাশাপাশি ইডিইউ সম্পর্কে বিশদ জানারও সুযোগ থাকে আগ্রহীদের জন্য।প্রতিবারের মতো এবারও শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন। শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তুলতে ইডিইউ কর্তৃপক্ষ নিয়েছে নানান উদ্যোগ। মেলায় আগতদের সুবিধার্থে প্রতিটি উদ্যোগ ও কার্যক্রম নিয়ে আলাদা স্টল ছিলো মেলায়। ফলে, স্টলে ঘুরে ঘুরে কথা বলে ইডিইউতে ভর্তি হওয়ার সিদ্ধান্তের যথার্থতা যাচাই করে নিতে পারেন আগ্রহীরা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধইকুইটি ফাল্গুনী প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর
পরবর্তী নিবন্ধঐতিহ্যকে ধারণ করে চলেছে সংগীত পরিষদ