ইউসিটিসিতে আইকিউএসির ১৮তম সভা

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) কনফারেন্স রুমে গতকাল মঙ্গলবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) ১৮তম সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির কোষাধ্যক্ষ এবং ইংরেজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ও একাউন্টসের পরিচালক মো. আব্দুল কাদের তালুকদার, সিএসসি বিভাগের প্রধান এম. এম. মোশারফ হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এস এম বেলাল নূর আজীজী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও স্কুল অব বিজনেসের জ্যেষ্ঠ প্রভাষক এবং কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ আরিফ, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এস.এম. শহিদুল আলম। সভায় আইকিউএসির সেমিনার ও ওয়েব সাইট সংক্রান্ত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের বিরুদ্ধে জনমত স্পষ্ট হয়ে গেছে
পরবর্তী নিবন্ধসরকারের অধীনে ব্যালটের পাতানো নির্বাচনে বিএনপি যাবে না