ইউক্রেনের গোলায় রুশপন্থি ২ শীর্ষ কর্মকর্তা আহত

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর ছোড়া গোলায় রাশিয়ার সাবেক এক উপপ্রধানমন্ত্রী ও মস্কোপন্থি এক শীর্ষ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। বুধবার এ ঘটনা ঘটেছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চলের দোনেৎস্ক এখন মস্কোপন্থি বাহিনীর দখলে সামপ্রতিক সময়ে শহরটি রাশিয়া ও ইউক্রেন বাহিনীর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহত দুইজনের মধ্যে একজন দিমিত্রি রগোজিন, রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এখন দুটি অঞ্চলকে সামরিক পরামর্শ দিচ্ছেন, কয়েকমাস আগে হওয়া গণভোটের সূত্র ধরে যে অঞ্চলদুটিকে মস্কো নিজেদের বলে দাবি করে আসছে। খবর বিডিনিউজের।

রগোজিন আহত হলেও তার জীবন নিয়ে শঙ্কা নেই বলে তার এক সহযোগীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস। আহত আরেকজন ভিতালি খোৎসেঙ্কো হলেন স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান। তার প্রেস সেক্রেটারি রুশ বার্তা সংস্থাগুলোকে ভিতালির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৬৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমেক্সিকোর সীমান্তে ট্রাম্পের তৈরি দেয়াল ভেঙে ফেলা হচ্ছে