সিএসইতে লেনদেন ২০.৬৯ কোটি টাকা

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট ২০.৬৯ কোটি টাকা। ১,৮১৬টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩২৭.৫১ পয়েন্টে।

সিএসই-৫০ মূল্যসূচক ০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২০.৯৪-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৮.৩২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল যা হল ১,৯৭০.১৭ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৪,৭৬১.০৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫১৬.৮৭ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৪টির, এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদল বন্ধ রাখার আবেদন এফএমসির
পরবর্তী নিবন্ধইউক্রেনের গোলায় রুশপন্থি ২ শীর্ষ কর্মকর্তা আহত