খুলশীতে গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবনের একাংশ ভেঙে দেয়া হচ্ছে। গতকাল সকাল ১০টা থেকে ভবনটি ভাঙার কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম।
সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন জানান, খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসিকে ৯০ দিনের সময় দেয়া হয়। কিন্তু প্রায় ১৬ মাস পার হলেও তারা অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি। তাই বর্ষার আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমরা।
তিনি বলেন, এর আগে নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণে সিডিএর কাছ থেকে ১৬ তলার নকশার অনুমোদন নেয়া হয়। কিন্তু নকশা না মেনে ১৮ তলা ভবন নির্মাণ করে ইউএসটিসি কর্তৃপক্ষ। ভবনটি নির্মাণে প্রায় ৩ হাজার ৫০০ স্কয়ার ফুট খালের জায়গা দখল করা হয়েছে বলে জানান তিনি।