দুবাইয়ে ইউএই লেডিস ক্লাবের বসন্তবরণ উৎসব সম্পতি দুবাই মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণ করে আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রায় দুই শতাধিক পরিবার। আনন্দ মুখর এই অনুষ্ঠানে ছিল মহিলাদের হাঁটা প্রতিযোগিতা, বেলুন ফোলানো প্রতিযোগিতা, পুরুষদের বালিশ খেলাসহ বাংলা সংস্কৃতির নানারকম খেলাধুলা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিআইপি জেসমিন আকতার, মো. মাহাবুব আলম মানিক সিআইপি, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, দুবাই আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী জাকির হোসেন, মোহাম্মদ আদিল, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মাহবুব হাসান হৃদয়, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, রুমা হাসান প্রমুখ। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন এডমিন লিজা হোসেন, লাবণ্য আদিল, মডারেটর সালমা আক্তার মেরি, সাদিয়া আবছার, পারভীন জলি, নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এঙপার্ট আছিয়া চৌধুরী, মাকসুদা খানম, শাহানা পারভীন, নাজমা সুলতানা, আশিয়া চৌধুরী, শারমিন রাখি, নওরিন রিম, মায়মুনা মিশু, আয়েশা হ্যাপি, তাকিয়া জামান, সাথী আলি প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।