ইংল্যান্ডের অ্যাশেজ দলে রেহান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

অ্যাশেজের প্রথম ম্যাচ হেরে গেছে ইংল্যান্ড। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দ্বিতীয় ম্যাচের জন্য ইংলিশরা স্কোয়াডে যুক্ত করেছে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে। গত বছর করাচিতে নিজের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। মঈন আলির সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না রেহানের। ১০ ম্যাচে পেয়েছেন কেবল ছয় উইকেট। যদিও ব্যাট হাতে ৩৮.৪৫ গড়ে চার হাফ সেঞ্চুরিতে ৪২৩ রান করেছেন তিনি। গত বছর পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ৪৮ রানে পাঁচ উইকেট নেন রেহান। ওই ম্যাচে ‘নাইটওয়াচম্যানের’ ভূমিকায় তাকে ব্যাটিংয়ে পাঠানো হয় তিন নম্বরে। এবার ব্যাটিংয়ের দিক বিবেচনায় অ্যাশেজেও সুযোগ মিললো রেহানের।

পূর্ববর্তী নিবন্ধআমি তোমার ওইসব সাবেক প্রেমিকার মতো নই : পরীমণি
পরবর্তী নিবন্ধভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা পাকিস্তান এখনো নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর